প্রতিবেদন: চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থার কারণে যোগীরাজ্যে মৃত্যু হল ছয় কানওয়ার যাত্রীর। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশে বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির কারণে কানওয়ার যাত্রায় গিয়ে প্রাণ হারাতে হল ছয় পুণ্যার্থীকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট সকলের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ। উত্তরপ্রদেশের মিরাটে ভবনপুর রালি চৌহান গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন-তরুণীকে ধর্ষণ করল বিজেপি নেতার ছেলে
জানা গিয়েছে, রাস্তার উপর দিয়ে যাওয়া হাইটেনশন তার অনেকটাই নিচে ঝুলছিল। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দফতর যদি আগেই উপযুক্ত ব্যবস্থা নিত সেক্ষেত্রে কখনওই এতবড় দুর্ঘটনা ঘটত না। কানওয়ার যাত্রা উত্তর ভারতের অন্যতম বড় এক ধর্মীয় অনুষ্ঠান। লাখ লাখ ভক্ত এই যাত্রায় অংশ নিয়ে থাকেন। পুণ্যর্থীরা যাতে নিরাপদে যাত্রা করতে পারেন সেকথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থা করার দায়িত্ব রাজ্যের বিজেপি সরকারের। বিশেষ করে বিজেপির মতো একটি দল যারা ধর্মকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে তাদের কাছে এ-ধরনের প্রশাসনিক গাফিলতি কখনওই কাম্য নয়।