প্রতিবেদন: সহযাত্রীর গায়ে প্রস্রাব থেকে শুরু করে কেবিন ক্রুকে মারধর, গত কয়েকমাসে এয়ার ইন্ডিয়ার বিমানে একাধিকবার এ-ধরনের ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন, মাঝ-আকাশে যাত্রীর হাতে মার খেলেন এয়ার ইন্ডিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক। ৯ জুলাই এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনি থেকে নয়াদিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান। সেখানেই মাঝ-আকাশে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রী মদ্যপ ছিলেন বলে জানা গিয়েছে। তিনি দিল্লির বাসিন্দা।
আরও পড়ুন-চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থায় ৬ কানওয়ার যাত্রীর মৃত্যু যোগীরাজ্যে
জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এক বিভাগীয় প্রধান সন্দীপ বর্মার সঙ্গে উড়ন্ত বিমানেই তর্কাতর্কি শুরু হয় ওই যাত্রীর। বাক্বিতণ্ডা চলাকালীন অভিযুক্ত যাত্রী এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারেন। তবে এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও ঘটনাটি ডিজিসিএ-কে জানানো হয়েছে। সংস্থার কাজে সন্দীপ বর্মা এয়ার ইন্ডিয়ার বিমানে নিয়মিত অস্ট্রেলিয়া যাতায়াত করেন। গত ৯ জুলাই তিনি সিডনি থেকে দেশে ফিরছিলেন। বিমান টেক অফ করার পর তাঁর সঙ্গে ওই সহযাত্রীর ঝামেলা বাধে।
আরও পড়ুন-তরুণীকে ধর্ষণ করল বিজেপি নেতার ছেলে
সে-সময় হঠাৎই অভিযুক্ত ব্যক্তি সন্দীপ বর্মাকে থাপ্পড় মারেন। তারপর তাঁর মাথাও ঠুকে দেন বলে অভিযোগ। মহিলা এয়ার হোস্টেসরা ওই যাত্রীকে কিছুতেই সামলাতে পারছিলেন না। শেষে বিজনেস ক্লাস থেকে কয়েকজন পুরুষ কেবিন ক্রুকে ডেকে আনা হয়। তাঁরাই বুঝিয়েসুঝিয়ে শান্ত করেন ওই অভিযুক্তকে। বিমান দিল্লিতে নামতেই ওই যুবককে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়।