এবার থেকে কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) মোবাইল ফোন নিষিদ্ধ করা হল। কিন্তু কেন? প্রশ্ন উঠছে। দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায় কেদারনাথ মন্দির চত্বরে পছন্দের পুরুষকে প্রেম নিবেদন করছেন এক তরুণী। ঠিক তারপর থেকেই ভিডিওটিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর জেরেই কেদারনাথ মন্দিরে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি হয়েছে। উত্তরাখণ্ডের কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরের পরিচালনার দায়িত্বে রয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে মোদির ‘বন্দে ভারত’ উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ট্রেনে আগুন
কেদারনাথ মন্দির (Kedarnath Temple) চত্বরের ভিতরে আর ব্যবহার করা যাবে না মোবাইল ফোন, জানিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। এক সংবাদ সংস্থাকে মন্দির কমিটির সভাপতি অজয় অজেন্দ্র জানিয়েছেন, কেদারনাথের মতো বদ্রীনাথ মন্দির থেকে এখনও পর্যন্ত কোনও অশালীন আচরণের অভিযোগ পাওয়া যায়নি। তাই আপাতত বদ্রীনাথ মন্দিরে মোবাইল ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। একই সঙ্গে মন্দির কমিটির সভাপতি পুণ্যার্থীদের ‘শালীন পোশাক’ পরে আসার আবেদন জানিয়েছেন।