এবার পাহাড়ে জঙ্গলের ভিতর এবার সাইকেল চালিয়ে ঘোরা যাবে। সাইকেল চালিয়ে ডুয়ার্স (Bicycle Tour- Dooars) ভ্রমণ করা যাবে। আলিপুরদুয়ার জংশন দমনপুর এলাকা থেকে পর্যটকদের জন্য এই ব্যবস্থা চালু করল জেলা প্রশাসন। যার খরচ পড়বে মাত্র ৫০ টাকা। রবিবার থেকে চলু হল এই ‘ডুয়ার্স দর্শন’ প্রকল্প।
সবুজ ঘেরা বক্সা বাঘবনের ভেতর দিয়ে চলে যাওয়া, কালো পিচের রাস্তা ধরে যদি দু চাকার বাইসাইকেল নিয়ে, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি দমনপুর থেকে পৌঁছে গেলেন রাজভাতখাওয়া, তবে হয়ত তখন আপনার মনে হতেই পারে ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হত’। বহু পর্যটকের মনের সুপ্ত বাসনা পূরণ করতে, আলিপুরদুয়ার জেলা প্রশাসন রবিবার থেকে ডুয়ার্স-এ চালু করল ‘ডুয়ার্স দর্শন’ নামে এক বাইসাইকেল রাইড। ডুয়ার্স (Bicycle Tour- Dooars) পর্যটনকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই সাইকেল ট্যুরিজম চালু আলিপুরদুয়ার জেলা প্রশাসনের। এদিন বাইসাইকেল রাইডের উদ্বোধন উপলক্ষে শহরের দমনপুর থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সাইকেল চালান জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশি, বক্সা ব্যাঘ্র প্রলল্পের আধিকারিক পারভিন কাশোয়ান-সহ অন্যরা। এদিন রাজাভাতখাওয়ার স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাইকেল বিতরণও করে জেলা প্রশাসন। এবার থেকে রাজাভাতখাওয়ায় এলে পর্যটকরা কম খরচে সাইকেল চালিয়ে ডুয়ার্স-এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার জেলাকে পর্যটন জেলা হিসেবে গড়ে তুলছেন। তাঁর নির্দেশেই আমরা পর্যটনের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরছি।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে মোদির ‘বন্দে ভারত’ উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই ট্রেনে আগুন