প্রতিবেদন : রাজনৈতিক মামলার সংখ্যাধিক্যে রীতিমতো বিরক্ত কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতার একাধিক মামলা-সহ বিভিন্ন রাজনৈতিক মামলার সংখ্যায় উষ্মাপ্রকাশ করে সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, এত রাজনৈতিক মামলা কেন? শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি? বিরোধী দলনেতারই ২৭-২৮টি মামলা। এখনই এইরকম আরও ১০টি রাজনৈতিক মামলা রয়েছে। রাজনৈতিক মামলা থেকে অব্যাহতি নেওয়ারও হুঁশিয়ারি দেন বিরক্ত বিচারপতি।
আরও পড়ুন-সিপিএমের মিথ্যাচার
পূর্ব মেদিনীপুরের ১০ জন রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন হাইকোর্টে। ১৫ জুলাই পর্যন্ত মিলেছিল রক্ষাকবচ। এই সংক্রান্ত একটি মামলারই শুনানি ছিল এদিন। বিচারপতির এই উষ্মাপ্রকাশকে কেন্দ্র করে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। প্রশ্ন একটাই, বিরোধী দলনেতার এত মামলার এত খরচ, টাকা আসছে কোথা থেকে? শুধু হাইকোর্টেই বিরোধী দলনেতার ২৭-২৮টি মামলা! এ ছাড়াও অন্যান্য আদালতে রয়েছে আরও বেশ কিছু মামলা। কে জোগাচ্ছে মামলা চালানোর এত বিপুল অঙ্কের টাকা?