দেশের বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং অসমকে পিছনে ফেলে অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। সারা দেশের নিরিখে দু’নম্বরে বাংলা। পয়লা নম্বরে প্রতিবেশী ওড়িশা। রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য ভিত্তিক যে তালিকা প্রকাশিত হয়েছে তাতেই দু’নম্বরে জায়গা করে নিয়েছে বাংলা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের বিশ্লেষণের পরেই এই তালিকা প্রকাশিত হয়েছে। আর এই কারণে ফের আরও একবার বাংলার প্রশংসা করতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-আর জি কর সচল রাখতে কঠোর রাজ্য
চলতি বছরের অগাস্ট মাস থেকেই ই-পোর্টালে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। মূলত দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি করছে সরকার। গত বছর করোনা মহামারীর সময় থেকেই অসংগঠিত শ্রমিকদের হাঁটা পথে নিজ রাজ্যে ফেরার করুণ ছবি সামনে এসেছিল। তারপরেই জানা যায় এখনও পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কোনও তথ্য ভাণ্ডার কেন্দ্রীয় সরকারের কাছে নেই। এরপরই গত বছর ২৯ জুলাই এ সংক্রান্ত একটি শুনানির সময় শীর্ষ আদালত থেকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য একটি ই-পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারকে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটি রাজ্য সরকারের কাছেও এই নির্দেশ আসে।