ইয়েওসু, ২২ জুলাই : কোরিয়া ওপেনে (Korea Open) সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠির (Satwiksairaj rankireddy- Chirag shetty) স্বপ্নের দৌড় অব্যহত। শনিবার উই কেং লিয়াং ও চ্যাং ওয়াংকে ২১-১৫, ২৪-২২ সরাসরি গেমে হারিয়ে ফাইনালে উঠলেন ভারতীয় জুটি। গত মাসেই ইন্দোনেশিয়া ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সাত্ত্বিক ও চিরাগ। শুধু তাই নয়, এই বছরেই দুবাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এবার তাঁদের সামনে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের খেতাব জয়ের হাতছানি।
পিভি সিন্ধু, এইচ এস প্রণয়, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকারা যখন কোরিয়া ওপেন থেকে একে একে বিদায় নিয়েছেন, তখন দেশের সম্মান বাঁচিয়ে রেখেছেন সাত্ত্বিকরাই। সেমিফাইনালে জাপানি জুটি তাকুরো হোকি ও ইউগো কোবায়িশিকে সরাসরি গেমে হারিয়ে ফাইনালে উঠেছিলেন সাত্ত্বিক ও চিরাগ (Satwiksairaj rankireddy- Chirag shetty)। এদিন সেমিফাইনালে ২০২১ সালের বিশ্ব ব্যাডমিন্টনের ডাবলস চ্যাম্পিয়ন চিনা জুটির বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স করেছেন দু’জনে। প্রথমে গেমে চিনা প্রতিদ্বন্দ্বীদের কার্যত দাঁড়াতেই দেননি সাত্ত্বিকরা। তবে দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও শেষ পর্যন্ত বাজিমাত করেন সাত্ত্বিক-চিরাগ জুটিই।
আরও পড়ুন-শহরে কামিন্সের সঙ্গে পোগবাও