ম্যাঞ্চেস্টার, ১৯ অক্টোবর : বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে ম্যান ইউ। শেষ ম্যাচে লেস্টার সিটির কাছে হারতে হয়েছে সোলসারের দলকে। তাই বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের ফিরে পাওয়ার লড়াই লাল ম্যাঞ্চেস্টারের।
আরও পড়ুন-আজ বিরাটদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ
ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠেই খেলা। প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকা ফরাসি ক্লাব আটলান্টা। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে দুর্বল ইয়ং বয়েজের কাছে হারলেও পরের ম্যাচে রোনাল্ডোর ইনজুরি টাইমের গোলে ভিয়ারিয়ালের বিরুদ্ধে জয় পেয়েছে ম্যান ইউ। বুধবারের ম্যাচেও সোলসারের ভরসা সেই সিআর সেভেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সাম্প্রতিক ম্যাচগুলিতেও যিনি দেশের জার্সিতে গোলের মধ্যে আছেন। কিন্তু রোনাল্ডোকে ঠিকমতো ব্যাবহার করতে পারছেন না সোলসার, এমন অভিযোগও উঠছে ম্যান ইউ কোচের বিরুদ্ধে। তাই আগামী ম্যাচগুলিতে রোনাল্ডোকে নিয়ে কী পরিকল্পনা হয় কোচের, সেদিকে নজর থাকবে সবার। সিরি ‘এ’ জায়ান্ট আটলান্টার বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না রোনাল্ডো, র্যাশফোর্ডদের। যারা চ্যাম্পিয়ন্স লিগে ভাল শুরু করেছে।