সংবাদদাতা, রামপুরহাট : জয়দেব কেন্দুলির কদমখণ্ডির ঘাটের কাছে ‘মনের মানুষ’ আখড়ার সাধন দাস বৈরাগী চলে গেলেন। পূর্ব বর্ধমানের আশ্রমে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বাহাত্তর। রেখে গেলেন দেশ- বিদেশে পাঁচশোর বেশি শিষ্য-শিষ্যা। তিনি বলতেন, ‘আমরা ধর্মাধর্ম কিছু মানি না। আমরা শুধু মানি প্রেমানন্দ। আমরা শুধু আনন্দে ভাসতে চাই’।
আরও পড়ুন-ডেঙ্গি রুখতে নয়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
জয়দেব কেন্দুলির মেলাকে বলতেন, ‘মিলনমেলা, মহাসমুদ্র। এখানে কোনও ধর্ম নেতা, জাতি নেই। শুধু আনন্দ আর প্রেম’। উল্লেখ্য, বীরভূমের বোলপুর মহকুমার অন্তর্গত অজয় নদের ধারে জয়দেব কেন্দুলি গ্রাম। এখানেই সাধন দাস বৈরাগ্যের ‘মনের মানুষ আখড়া’। জানা গেছে, সাধন দাস বৈরাগ্য জাপানে যাওয়ার পর, মাকি কাজুমা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তাঁর কাছেই বাউল গান শেখেন। সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারেন। মাত্র ৩২ বছর বয়সে দেশ ছাড়া হন। ঘর ছেড়ে বর্ধমানের আশ্রমে থাকতেন কাজুমা। মাঝেমধ্যে গুরুজির ‘মনের মানুষ’ আখড়ায় আসতেন। মেলার সময় থাকতেন এই আখড়ায়।