সংবাদদাতা, দিঘা : পর্যটনকেন্দ্র দিঘায় জলোচ্ছ্বাস। উত্তাল সমুদ্র পর্যটকদের বরাবরের পছন্দের। তাই ভিড়ও বেশি। এই জলোচ্ছ্বাসের কারণ বেশ কয়েকটি। যেমন— একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বৃষ্টি ও পূবালি হাওয়া। আর এই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর-সুন্দর রূপ পর্যটকদের বেশি করে আকৃষ্ট করছে। উত্তাল সমুদ্রে নেমে স্নান করতে মরিয়া অনেক পর্যটক। কিন্তু পুলিশ প্রশাসন ও নুলিয়ারা তাঁদের সমুদ্রের ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না।
আরও পড়ুন-জলসংকট দূর করতে একাধিক পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরসভা
ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, প্রতিটি স্নানের ঘাটেই নুলিয়ারা তৎপর। তাঁরা সমুদ্র উত্তাল থাকার সময় পর্যটকদের সমুদ্রস্নানে বাধা দিচ্ছেন। বাধা পেয়ে অবশ্য বেশ কিছু পর্যটক ক্ষোভ উগরেও দিচ্ছেন। তবে পাড়ে বসে পায়ের কাছে সমুদ্র জল পেয়ে আনন্দে রীতিমতো আত্মহারা পর্যটকেরা। সব ঋতুতেই দিঘা পর্যটকদের কাছে সমান জনপ্রিয়। বিশেষ করে বর্ষার সময় দিঘায় তীব্র জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করে। বর্ষার সময় সপ্তাহের প্রায় প্রতিদিনই দিঘা সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন-সুপ্রিম কোর্ট মনে করে বিদেশ যাত্রায় বাধা নেই অভিষেকের
চলতি সপ্তাহে ঘটে যাওয়া দুর্ঘটনায় আরও বেশি সতর্ক হয়েছে প্রশাসন। উত্তাল সমুদ্রে পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। চলছে মাইকে ঘোষণা। কিছু পর্যটক উত্তাল সমুদ্রে নামতে না পেরে সৈকত সরণিতে দাঁড়িয়েই স্নান ও সমুদ্র উপভোগ করছেন|