সংবাদদাতা, হুগলি : শ্রাবণ মাসের প্রথম সোমবারে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। মন্দিরে প্রবেশের আগে মোট আটটি ড্রপ গেট করা হয়েছে। সাতটি পুলিশি সহায়তা শিবির, চারটি স্বাস্থ্য পরিষেবা শিবির, তার মধ্যে দুটি স্পেশাল স্বাস্থ্য পরিষেবা শিবির করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন দুধপুকুরে স্পিড বোট-সহ মোতায়েন করা আছে বিপর্যয় মোকাবিলার একটি দল।
আরও পড়ুন-দিঘায় জলোচ্ছ্বাস, পাড়ে বসেই উপভোগ
এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ব্রিগেডের একটি টিম এমনকি বম ডিসপোজাল টিমও মোতায়েন করা হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। এ-ছাড়াও বৈদ্যবাটী নিমাইতীর্থ ও শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর পযন্ত পুণ্যার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসন। তবে এত ভিড়ের ফলে কিছুটা সমস্যায় পড়তেই হচ্ছে ভক্তদের।
আরও পড়ুন-জলসংকট দূর করতে একাধিক পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরসভা
আজ শৈবতীর্থ তারকেশ্বরে প্রথম মেলা শুরু হল। কয়েক লক্ষ ভক্তর আগমন ঘটেছে। ট্রেনে অত্যধিক ভিড়ে উঠতে পারছেন না অনেকে। যদিও পূর্ব রেল বেশ কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। এবারে শ্রাবণ মলমাস তবুও শৈবতীর্থে মানুষের ঢল নেমেছে। প্রশাসন অবশ্য তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামলাচ্ছে।