ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের (Bishnu Pada Ray) প্রয়াণে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ট্যুইটারে মুখ্যমন্ত্রী জানান, “জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর প্রয়াণে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।“ একইসঙ্গে ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে আজকের মতো বিধানসভার অধিবেশন মুলতুবি করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী বিষ্ণুপদ রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর এই অকাল বিদায়ে বাংলার পরিষদীয় রাজনৈতিক ক্ষেত্রে এক শূন্যতার সৃষ্টি হল।
আমি শ্রী রায়ের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।
— Mamata Banerjee (@MamataOfficial) July 25, 2023
মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষ্ণুপদ রায় (Bishnu Pada Ray)। রবিবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ধূপগুড়ির বিধায়ক। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বহুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, বিধায়কের দেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে। সেখানে দলীয় সতীর্থরা প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানাবেন। তার পর আনা হবে বিধানসভায়। সেখানে শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাঁর দেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাব।
আরও পড়ুন- মহানায়কের দেহ সেদিন রবীন্দ্র সদনে রাখা হয়নি
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ রায়। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন তিনি। কিন্তু রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সবরকম চেষ্টা করেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিধায়কের। বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।