অবশেষে বরখাস্ত হলেন চিনের বেপাত্তা হয়ে যাওয়া বিদেশমন্ত্রী কিং গ্যাং। একদা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন কিং। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট। পরবর্তী বিদেশমন্ত্রী হিসাবে পূর্বতন ওয়াং ই-কে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেজিং প্রশাসন। গত ২৫ জুন শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিংকে।
আরও পড়ুন-নারীনিগ্রহে দেশে এগিয়ে যোগীরাজ্য
শোনা যাচ্ছে, হৃদয়ঘটিত কারণেই নিখোঁজ কিং। চিনের প্রতিপক্ষ আমেরিকার এক টিভি সাংবাদিকের প্রেমে পড়েছেন বিদেশমন্ত্রী। অবশ্য সেই মার্কিন সাংবাদিকও চিনা বংশোদ্ভূত। ঘটনাচক্রে চিনের বিদেশমন্ত্রী ও মার্কিন সাংবাদিক ফু ঝিওটিয়ান প্রায় একইসঙ্গে নিখোঁজ। তা নিয়ে চিন-সহ আন্তর্জাতিক মিডিয়া মহলে শোরগোল উঠেছে। অস্বস্তিতে জিনপিং।