নয়াদিল্লি : ইন্ডিয়া বা এনডিএ কোনও জোট নয়। কর্নাটকের জনতা দল সেকুলার বা জেডিএস সমদূরত্বের নীতি নিয়ে চলবে। লোকসভা ভোটে একাই লড়বেন তাঁরা। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস প্রধান এইচ ডি দেবেগৌড়া। স্পষ্ট করেছেন, ইন্ডিয়া বা এনডিএ কোনও জোটেই থাকবে না তাঁর দল।
আরও পড়ুন-উধাও চিনা বিদেশমন্ত্রী বরখাস্ত করলেন শি
ঘটনা হল, কর্নাটক বিধানসভা নির্বাচনের পরেই রাজ্য ও জাতীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে জেডিএস। বিধানসভা ভোটের আগে কড়া বিজেপি বিরোধী অবস্থানের কথা ঘোষণা করেছিলেন দেবেগৌড়া-পুত্র ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। অথচ বিধানসভা ভোটের পর পরিস্থিতি পুরো পাল্টে যায়। কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়ে বিরোধী জোট থেকে দূরত্ব বাড়াতে শুরু করে জেডিএস। এমনকী কুমারস্বামী তাঁর অতীতের বিজেপি সখ্য মনে করিয়ে দিয়ে এনডিএ জোটে যোগদানের সম্ভাবনাও তুলে ধরেন। শেষ পর্যন্ত অবশ্য সেসব কিছুই হয়নি। বেঙ্গালুরুর ইন্ডিয়া জোটের বৈঠক বা দিল্লির এনডিএ বৈঠকে দেখা মেলেনি জেডিএস নেতাদের। এই পরিস্থিতিতে খোদ সুপ্রিমো দেবেগৌড়া জানিয়ে দিলেন, আগামী লোকসভা ভোটে একাই লড়বেন তাঁরা। তাতে যদি আসন অনেক কমে যায় তাতেও সমস্যা নেই।