‘জাগোবাংলা’য় (Jago Bnagla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দিনের কবিতা
নদীয়া
দুর্দান্ত সূর্যের-দুরন্ত তেজ
জলঙ্গী-অঞ্জনা-ঘূর্ণি
মাটির সাথে শান্ত-শান্তি
সাথে ধন্যা চূর্ণি৷৷
ধন্য মোদের ধনধান্যে
পুষ্পে ভরা কবি,
মাটির পুতুলের কৃষ্ণনগর
আর বেথুয়াডহরির ছবি।
শ্রীচৈতন্যের নবদ্বীপ
মন্দির-মসজিদ-গির্জা
জ্ঞান-গরিমা-বিশ্বব্যাপ্ত
ভাষা-সংস্কৃতির-দরজা।
চণ্ডীদাস-বিদ্যাপতি-কৃষ্ণদাস
এই মাটিতে হয়েছে ধন্য
পলাশীর প্রান্তর ইতিহাসের সাক্ষী
তাঁত শিল্পে নদীয়া পুণ্য।
শিল্পী-শিল্প-সৃষ্টি-স্রষ্টা
সবই আছে এই বঙ্গে
সমৃদ্ধ সৃষ্টিতে নদীয়া জেলা
রূপসী বাংলার প্রতি অঙ্গে৷৷