গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। শ্বাসকষ্টের সমস্যা বাড়ায় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে (Woodlands) ভর্তি করা হচ্ছে তাকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মাঝপথেই হাসপাতাল থেকে রওনা দেন চিকিৎসকেরা। ক্রিটিকাল কেয়ার অ্যাম্বুলেন্স গিয়েছে তার জন্য। দুজন চিকিৎসক রয়েছেন ওই এম্বুলেন্সে। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে খবর। তাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করানো হবে।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গে উৎপাদন ক্ষমতা আরও বাড়াতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী
বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ কিন্তু হাসপাতালের প্রতি অনীহা থেকেই বাড়িতেই চলছিল চিকিৎসা। দীর্ঘদিন ধরেই তার সিওপিডির সমস্যা ছিল। তবে হঠাৎ করেই আজ অক্সিজেনের মাত্রা মারাত্মক কমে ৭০ হয়ে যাওয়ার ফলে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিতে হয় পরিবারের তরফে। বুদ্ধদেব ভট্টচার্যকে গ্রিন করিডর করে পাম এভিনিউ থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তৈরি হয়েছে মেডিক্যাল টিম।