‘আইনশৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যস্ত’ রাজ্যপালের কাছে স্মারকলিপি ইন্ডিয়া জোটের, টুইট তৃণমূল কংগ্রেসের

রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফেরানোর জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। রাজ্যপাল যে তাদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সেই কথাও জানিয়েছেন তারা।

Must read

আজ, রবিবার ৩০ জুলাই বিরোধীদের ইন্ডিয়া জোটের ২১ সদস্যের প্রতিনিধি দল ইম্ফলে (Imphal) রাজভবনে (Rajbhavan) মণিপুরের রাজ্যপাল (Governor) অনসুয়া উইকের (Anusuiya Uikey) সঙ্গে সাক্ষাৎ করল। মণিপুরে দুই দিনের সফরে, কুকি এবং মেইতেই উভয় সম্প্রদায়ের ত্রাণ শিবিরগুলিতাই তারা গিয়েছেন। সেই অভিজ্ঞতা তাঁরা রাজ্যপালের সঙ্গে ভাগ করে নেন। এদিন তারা রাজ্যপাল অনসুয়া উইকের কাছে একটি স্মারকলিপি পেশ করেছেন। রাজ্যে শান্তি ও সম্প্রীতি ফেরানোর জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। রাজ্যপাল যে তাদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন সেই কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুন-মদের দোকানের লাইনে ঝামেলার জেরে ঢাকুরিয়ায় পিটিয়ে ‘খুন’ এক ক্রেতাকে

রাজ্যপালের কাছে জমা দেওয়া সেই স্মারকলিপিতে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গত ৮৯ দিন ধরে মণিপুরে আইনশৃঙ্খলার সম্পূর্ণ বিপর্যয় সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফেরাতে মণিপুরের এই অনিশ্চিত পরিস্থিতিতে কেন্দ্রকে হস্তক্ষেপ করতে বলুন। ৩ মে থেকে শুরু হওয়া সংঘর্ষে ইতিমধ্যে ১৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ৫০০০-এর বেশি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, ৬০,০০০-এর বেশি মানুষ ভিটে ছাড়া। এর থেকেই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ব্যর্থতা স্পষ্ট’।

আরও পড়ুন-হিমোডাইনামিক্যালি স্টেবল বুদ্ধদেব ভট্টাচার্য

এই মর্মে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইটবার্তায় লেখে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি পার্লামেন্টের অভ্যন্তরে মণিপুর নিয়ে কথা বলতে বা কেন ব্যাখ্যা করতে অস্বীকার করেছেন? বিজেপির ‘ডাবল-ইঞ্জিন’ সরকার কোনো ইঞ্জিন ছাড়াই কাজ করছে বলে মনে হচ্ছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে, তিনি তার মিনিয়নদের কথা বলার অনুমতি দিয়েছেন। ভারতের ২১ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল চুরাচাঁদপুর, ইম্ফল এবং মইরাং-এ ত্রাণ শিবির পরিদর্শন থেকে তাদের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করার জন্য মণিপুরের রাজ্যপাল, অনুসুইয়া উইকির সাথে দেখা করে প্রশংসনীয় সক্রিয়তা প্রদর্শন করেছে। তারা একটি স্মারকলিপিও জমা দিয়েছিল। রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে বলে এবং কেন্দ্রকে “গত ৮৯ দিন ধরে মণিপুরে সম্পূর্ণ আইন-শৃঙ্খলা ভঙ্গ” সম্পর্কে অবহিত করে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। পার্থক্য ও দৃষ্টিভঙ্গি এখন সকলের সামনেই রয়েছে।’

 

Latest article