পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) শারীরিক অবস্থার নতুন কোন পরিবর্তন না হলেও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। শুক্রবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। শনিবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে।
আরও পড়ুন-সোমবার ভোরেই জয়পুর-মুম্বই এক্সপ্রেসে আরপিএফ জওয়ানের গুলি, নিহত ৪
আজ সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণের অবস্থা জানতেই এই স্ক্যান করানো হয়েছে। সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার ফুসফুসের দু’দিকেই সংক্রমণ রয়েছে। ডানদিকে ফুসফুসের সংক্রমণের মাত্রা অনেকটাই বেশি। বিছানায় শোওয়ার অবস্থান বদল করে এই মুহূর্তে চিকিৎসা করা হচ্ছে। জ্বরের মাত্রা কমেছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই সংক্রান্ত বিষয়ে আজ দুপুর ১২টায় মেডিক্যাল বোর্ডের বৈঠক রয়েছে।
আরও পড়ুন-১০ লাখ টাকায় ১০৬টি ওয়ার্ডের প্রতিটিতেই হবে রাস্তা, আসানসোলে আট ওয়ার্ডে নতুন রাস্তা
উল্লেখ্য হাসপাতালের মেডিক্যাল বোর্ড সূত্রে খবর, আজ সকালে ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে। ডাকলে তিনি তাকাচ্ছেন। ইশারায় হ্যাঁ বা না বোঝানোর চেষ্টা করছেন। রাইলস টিউবে খাবার দেওয়া হচ্ছে। ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে।