সংবাদদাতা, অশোকনগর : মানুষের ঘরে পরিষেবা পৌছে দিতে বিশেষ করে ডেঙ্গি রুখতে পরিবেশ ও এলাকা পরিষ্কার রাখতে উদ্যোগী হলেন পুরপিতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়ে এবার নতুন প্রকল্প আনলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরপিতা সঞ্জয় রাহা।
আরও পড়ুন-ওড়িশায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু বীরভূমের দুই শ্রমিকের
দুয়ারে কাউন্সিলর নামে এই প্রকল্পে প্রতিদিনই সঞ্জয় পৌঁছে যাচ্ছেন পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানুষের ঘরে ঘরে। কাউন্সিলর সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা দিতে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন বলে জানালেন সঞ্জয়। দেখা গেল ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে পাঁচ নম্বর ওয়ার্ডের রাজবংশীপাড়ায় নিজেই হাতে তুলে নিলেন কাস্তে। জঙ্গল পরিষ্কার করলেন, ছড়ানো হল ব্লিচিং পাউডার। আর কাউন্সিলরের এমন ভূমিকায় মুগ্ধ পাড়ার ছোট থেকে বড় সকলেই। বিধায়ক নারায়ণ গোস্বামীও পুরপিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।