সংবাদদাতা, হুগলি : এক মহিলার ফেসবুক লাইভে বাঁচানোর কাতর আর্তি এই মুহূর্তে ভাইরাল হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম এলাকায়। বহু মানুষ শেয়ার করেন ভিডিওটি। ফেসবুক লাইভটি করেছেন নবগ্রামের সমাগতা ভট্টাচার্য। জানিয়েছেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপর প্রবল অত্যাচার করছে। তিনি আতঙ্কিত, বাবার বাড়িতে ফিরতে চান। ২০০৬-এর ৯ অগাস্ট হাওড়ার সমাগতার সঙ্গে বিয়ে হয় নবগ্রামের অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে। অভিজিৎ রাইটার্সে কাজ করেন।
আরও পড়ুন-মানুষের পরিষেবায় দুয়ারে কাউন্সিলর
রবিবার সকালে সমাগতা স্বামীর থেকে ১০০ টাকা ফোনের রিচার্জের জন্য চাওয়ার সময়ই নাকি তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় স্বামী। মারধর নাকি প্রায়ই চলে। এমনকী বিয়ের পর থেকে মানসিক ডাক্তার দেখিয়ে কড়া ওষুধ খাইয়ে পাগল প্রতিপন্ন করার চেষ্টাও চালায়। ফেসবুক দেখে সমাগতার এক ফেসবুক-বন্ধু সোমা দাস রবিবার সকালেই যান তাঁদের বাড়িতে। ওঁকে বাবার কাছে পৌঁছে দেন। ঘটনাটি রাজ্য মহিলা কমিশনও জেনেছে। তারাও সোমাকে জানায়। সোমা জানান, অনেকবার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে সমাগতার সঙ্গে কথা হয়েছে, ওঁকে মনোরোগী বলে মনে হয়নি।
আরও পড়ুন-ওড়িশায় সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু বীরভূমের দুই শ্রমিকের
স্বামী অভিজিতের বক্তব্য, সমাগতার মানসিক রোগ বিয়ের আগে থেকেই ছিল। বিয়ের পর জানতে পেরে ২০১২ থেকেই চিকিৎসা করাচ্ছেন। স্ত্রীর এমন কর্মকাণ্ডে তিনি নিজেও বিপর্যস্ত। পুলিশের বক্তব্য, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।