অনিমেষ ধর: করোনা মহামারীর আবহেই হয়ে গেল বাঙালি প্রতিষ্ঠান সঙ্গমের পরিচালনায় কানসাস সিটির মিডওয়েস্ট সর্বজনীন দুর্গাপুজো। গত ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাঙালিদের এই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর ছিল সঙ্গম প্রতিষ্ঠানের রজতজয়ন্তী বর্ষ। একইসঙ্গে মিডওয়েস্ট সর্বজনীন দুর্গোৎসবেরও ২৫ বছর। মার্কিন মুলুকে বসবাসকারী বাঙালিরা সাধারণত সাপ্তাহিক ছুটির দিনেই পুজো করে থাকেন। সঙ্গম আয়োজিত মিডওয়েস্ট সর্বজনীন দুর্গাপুজোর ষষ্ঠীর বোধন হয় শুক্রবার সন্ধেয়।
আরও পড়ুন : কানসাস সিটিতে দুর্গোৎসব
শনিবার সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো। রবিবার দশমীর পুজোর সঙ্গে বিসর্জন ও মহিলাদের সিঁদুরখেলা। পুজোর পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল সঙ্গমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধেয় পরিবেশিত হয় বলিউডের পুরনো দিনের গান, শনিবার ছিল টেক্সাস অস্টিন শহরের বাংলা ব্যান্ডের পরিচালনায় বাংলা গানের আসর। এ ছাড়াও ছিল খাওয়া-দাওয়ার এলাহি ব্যবস্থা। এ বছর কলকাতার কুমোরটুলি থেকে ডাকের সাজের নতুন প্রতিমা এনে সঙ্গমের পুজো হয়। শিল্পী কৌশিক ঘোষ। কানসাসের বাঙালি শিল্পী দীপা কাঞ্জিলালের পরিচালনায় প্রতিমার সাজসজ্জা ও অলঙ্করণ। প্রতিবছরের মতো শারদীয়া সাহিত্য সংখ্যা দেশবিদেশ প্রকাশিত হয়েছে। অতিমারির সমস্ত নিয়ম মেনে প্রতিদিন প্রায় ২৫০ জনের বেশি প্রবাসী বাঙালি এই আনন্দ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। রজতজয়ন্তী বর্ষে সুচারুভাবে এবারের দুর্গোৎসব সম্পন্ন হল সঙ্গমের সভাপতি অমিতাভ চৌধুরীর নেতৃত্বে।