হিরো মোটোকর্প (Hero Motocorp) এর প্রধান পবন মুঞ্জল। ধনকুবের হবেন, সেটাই স্বাভাবিক। এবার তার বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ। ইডি (ED) কর্তারা তার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমান নগদ টাকা এবং সোনাদানা বাজেয়াপ্ত করলেন।
আরও পড়ুন-একশো দিনের বকেয়া নিয়ে ফের সরব হল তৃণমূল, অবিজেপি রাজ্যকে বঞ্চনা
সূত্রের খবর, কেন্দ্রীয় সংস্থা পবন মুঞ্জলের বাড়ি থেকে টাকার পাহাড় ছাড়াও বিপুল পরিমাণ সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে ইডির তরফে এই নিয়ে মুখ খোলেনি কেউ। সামনে এসেছে এই অভিযানে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকা। হিরো মোটোকর্প কর্তা মুঞ্জল, হেমন্ত দাহিয়া, কে আর রমন, হিরো মোটোকর্পের বাড়ি ও ব্যবসার জায়গা থেকে গুরুত্বপূর্ণ নথি, হার্ড ডিস্ক এবং মোবাইল উদ্ধার হয়েছে। প্রায় ২৫ কোটি মূল্যের বিদেশী এবং ভারতীয় মুদ্রা এবং সোনা ও হীরের গয়ানা, বিদেশি সোনা পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-উত্তরে প্রথম, মালদহে হচ্ছে হস্তশিল্প হাব
ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্য়াক্ট অনুযায়ী দিল্লি ও গুরগাঁওতে হিরো কোম্পানির উচ্চ পদস্থ কর্তাদের বাড়িতে হানা দিয়ছিল। সংস্থার চেয়ারপার্সন পবন মুঞ্জলের বাড়িতে গিয়েছিলেন ইডি কর্তারা। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স মুঞ্জল ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে নালিশ করেছিল আর তার ভিত্তিতেই এই অভিযান।
আরও পড়ুন-বিষাক্ত গ্যাস, মৃত গোডাউনে কর্মরত চার শ্রমিক
স্টক এক্সচেঞ্জকে হিরো মোটোকর্প এই বিষয়ে জানিয়েছে, ইডির আধিকারিকরা দিল্লি ও গুরগাঁওতে তাদের অফিসে হানা দিয়েছিলেন। তারা এজেন্সিকে সবরকম সহায়তা করছে। এই অভিযানের পর বম্বে স্টক এক্সচেঞ্জে হিরো মোটো কর্পের শেয়ার দর অনেকটাই নেমে যায় । পতন হয় সংস্থার মূলধনী বাজার মূল্যের।