মোহনবাগানের সামনে বাংলাদেশ আর্মি, আজ ডুরান্ড উদ্বোধনে মুখ্যমন্ত্রী

গত দু’বছরের মতো এবারও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : ১৩২তম ডুরান্ড কাপ প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। গত দু’বছরের মতো এবারও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। এছাড়াও থাকবেন টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনীর জিওসি, ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেন রানাপ্রতাপ কলিতা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীদের অধস্তনে পরিণত করার চক্রান্তকে কেন সমর্থন? দিল্লি অর্ডিন্যান্স বিল নিয়ে নবীন-জগনকে তোপ চিদম্বরমের

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ‘এ’ গ্রুপের দুই দল মোহনবাগান সুপার জায়ান্ট ও বাংলাদেশ আর্মি। প্রতিবেশী দুই দেশের অন্যতম সেরা দুটো দলের দ্বৈরথ ঘিরে উৎসাহ তুঙ্গে। উদ্বোধনী ম্যাচের জন্য বিনামূল্যের টিকিটের ব্যবস্থা করেছেন আয়োজকরা। ম্যাচের কিক অফ বিকেল ৫টা ৪৫ মিনিটে। তার আগে আধ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে সেনাবাহিনী। এছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মুখ্যমন্ত্রী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ক্রীড়ামন্ত্রীকে সঙ্গে নিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হওয়ার পরই খেলা শুরু হবে।

আরও পড়ুন-ঋণ ও জিডিপির মধ্যে পার্থক্য কমে ৩৩ শতাংশ, রাজ্যের ঋণ নিয়ে মিথ্যাচার হচ্ছে

ডুরান্ডকে এএফসি কাপ এবং আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছে মোহনবাগান। ১৬ অগাস্ট এএফসি কাপের প্রাথমিক পর্বের ম্যাচ রয়েছে জুয়ান ফেরান্দোর দলের। তাই ডুরান্ডে প্রথমসারির সিনিয়র দল খেলাবেন না সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। তবে ফ্লোরেন্তিন পোগবা বা হুগো বুমোসের মতো দু’একজন বিদেশিকে প্রথম ম্যাচে খেলালেও খেলাতে পারে দল। কিন্তু সেটা হেড কোচই ঠিক করবেন। গত কয়েকদিন ধরে মোহনবাগান মাঠে সিনিয়র দল ও কলকাতা লিগে খেলা যুব দলের বাছাই ফুটবলারদের নিয়ে ক্লোজড ডোর অনুশীলন হয়েছে। মনবীর সিং, লিস্টন কোলাসো, সুমিত রাঠি-সহ সিনিয়র দলের কতজন ম্যাচ খেলার জন্য পুরোপুরি তৈরি, সেটা দেখে নিয়েই ডুরান্ডের প্রথম ম্যাচের দল নামাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন-মোটোকর্পের কর্তাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত ২৫ কোটির ‘গুপ্তধন’

বৃহস্পতিবার ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান বেঞ্চে অবশ্য থাকবেন না ফেরান্দো। কলকাতা লিগে কোচিং করানো সহকারী বাস্তব রায়ই সবুজ-মেরুনের ডাগ আউটে থাকবেন। তিনি বলেছেন, ‘‘আমরা যে গ্রুপে রয়েছি, তাকে গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে। বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। আমাদের যুব দল কলকাতা লিগে এখনও অপরাজিত। সিনিয়র দলের অনেকেই তৈরি। মোহনবাগান যে কোনও প্রতিযোগিতায় খেলে প্রতিটি ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা তৈরি।’’

Latest article