আজ শুরু হয়ে গেল ডুরান্ড কাপ (Durand Cup)। গ্রুপ -এর প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান (Mohunbagan) ও বাংলাদেশ আর্মি (Bangladesh army)। এই একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, পঞ্জাব ফুটবল ক্লাব। যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩২ তম ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-কলকাতার মাটিতে আইটি দুনিয়ায় বিনিয়োগ এশিয়ার অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনার শীর্ষস্থানীয় কর্তারাও উপস্থিত রয়েছেন ডুরান্ডের উদ্বোধনে। এদিন বলে পা দিয়েই শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রথম ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি। ম্যাচ শুরুর আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গেল ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় সেনার তরফে বিশেষ পারফরম্যান্স।
আরও পড়ুন-নবান্ন থেকে দ্বারকা নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ মূল নজর উদ্বোধনী ম্যাচে। ২৭ বছর পর ডুরান্ডে খেলছে বিদেশি দল। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মোহনবাগান জুনিয়র দল কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছে। এবার ডুরান্ড কাপে সিনিয়র-জুনিয়র মিলিয়ে দল মাঠে নামাচ্ছে মোহনবাগান।