প্রতিবেদন : গায়ে জড়িয়ে থাকে সোনা। সরস্বতীর মতো লক্ষীকেও সমানভাবে পূজো করেন বাপ্পি লাহিড়ী। তাই হয়তো তার শরীর জোড়া সোনা। তিনিও মাতলেন লক্ষী পুজোয়।
শারদীয়ার গন্ধ মেখে ধনদেবীর আরাধনা বাংলা জুড়ে। বাংলার বাইরেও যেখানে প্রবাসী বাঙালিরা রয়েছেন, লক্ষ্মীর আরাধনা হয়েছে সেখানেও। আরব সাগরের তীরে বলিউডে রয়েছেন বাংলার গর্ব সুরকার-গীতিকার- সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তাঁর বাড়িতে মহাসমারোহে হল লক্ষ্মীপুজো। বাপ্পি লাহিড়ীর বাড়ির পুজো বলে কথা, তারকা সমাবেশ হবে সে তো জানা কথাই। আর বাপ্পি লাহিড়ী ছিলেন মধ্য মণি।
আরও পড়ুন : জ্বালানির রেকর্ড দাম
করোনাকালে গতবছর দেশে আসতে পারেননি বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পা লাহিড়ী । এবার তিনি এসেছেন পুজোয়। রয়েছেন কন্যা রেমা লাহিড়ী। নাতি রেবো। তার গানের অ্যালবাম রিলিজ করেছে এ বছর। সব মিলিয়ে জমজমাট ছিল এবারের লক্ষ্মীপুজো ভোগ রান্না করেছেন তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ী। নিজেই সমস্ত পুজোর তদারকি করেন তিনি। হাত লাগান কন্যা রেমা। হোম করেন বাপ্পা লাহিড়ী। ভোগ ছাড়াও ছিল অন্যান্য খাবারের আয়োজন।
পুজোতে উপস্থিত হয়েছিলেন সস্ত্রীক অমিত কুমার, দেবু মুখোপাধ্যায়, সম্রাট মুখোপাধ্যায়, সোমু মিত্র, স্বামী-সন্তানসহ পূজা বন্দ্যোপাধ্যায়, লালিত পণ্ডিত-সহ অনেক সেলেবই।