কলকাতায় (Kolkata) লরির (Lorry) ধাক্কায় মৃত্যু হল ৫ বছরের শিশুর। এই দুর্ঘটনা ঘটেছে বেহালার চৌরাস্তার (Behala Chowrasta) কাছে বড়িশা স্কুলের সামনে । স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল এই দ্বিতীয় শ্রেনির ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বেহালা। ডায়মন্ড হারবার রোড সহ আশপাশের সব রাস্তা অবরুদ্ধ। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পুলিশের গাড়িতে। ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুন-বুটজোড়া তুলেই রাখলেন মনোজ
বেহালা চৌরাস্তার মতো এলাকায় এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশের দিকেই আঙুল তুলছেন। আজ, শুক্রবার সকালে ঘটনার পর একেবারে রণংদেহী চেহারা নেয় এলাকা। এলাকার মানুষ ও বড়িশা স্কুলের পড়ুয়াদের অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
আরও পড়ুন-জনতার টাকা নিয়ে উধাও, শীর্ষে মেহুল
পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগও উঠছে। জানা গিয়েছে, ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা| ঘটনার পর একজন পুলিশ যতক্ষণে ঘটনাস্থলে ছুটে আসে, ততক্ষণে গাড়িটি পালিয়ে যায়। ক্ষোভে রাস্তা অবরোধ করে জনতা। এই ঘটনায় ডায়মন্ড হারবার রোড সহ বেহালা চৌরাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
আরও পড়ুন-নিষেধাজ্ঞা জারি ল্যাপটপ, ট্যাবলেট আমদানিতে
আগুন নেভাতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। কয়েক জন পুলিশকর্মী জনতার ছোড়া পাথরে আহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েক জন স্থানীয়ও। এক মহিলার মুখে কাঁদানে গ্যাসের সেল এসে লাগায় গভীর ক্ষত হয়েছে বলে জানা গিয়েছে।