প্রতিবেদন : সড়কপথে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে হলে এতদিন যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হত ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য। ফলে অধৈর্য হয়ে পড়তেন যাত্রীরা। শেষ পর্যন্ত সেই সমস্যা লাঘব করতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র পেট্রাপোল বন্দরে নতুন কাউন্টারের এই পরিষেবা চালু করেন ‘যাত্রী সুবিধা’ নামের একটি নতুন অ্যাপের মাধ্যমে। ভারত থেকে বাংলাদেশগামী যাত্রীরা ১২টি স্লটের থেকে যে কোনও স্লট বুকিং করতে পারবেন এক সপ্তাহ আগে থেকেই।
আরও পড়ুন-করম পরবে ছুটি খুশি জঙ্গলমহল, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা
এক-একটি স্লটে ১০০ জন যাত্রী বুকিং করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করলে পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন সেন্টারের দেওয়া ক্লিয়ারেন্সের নির্দিষ্ট সময় অনুযায়ী ইমিগ্রেশন হাউসে হাজির হয়ে ওটিপি নম্বর দেখালেই যাত্রীদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কাজ হয়ে যাবে। ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে টাইম স্লট বুক করে পেট্রাপোল সীমান্তে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। নির্ধারিত সময়ে লাইনে দাঁড়ালে দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন সংক্রান্ত কাজ সম্পন্ন হয়ে যাবে বলে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন-মৃত দশ বছরের ছেলের চক্ষুদান নজির গড়লেন বাবা-মা
নতুন এই অ্যাপটি চালু হওয়ায় ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের যে কাজ শেষ করতে এতদিন যাত্রীদের দীর্ঘ সময় ইমিগ্রেশন অফিসে অপেক্ষা করতে হত সেই সমস্যা আর থাকবে না। নতুন এই ব্যবস্থাপনা চালু হওয়ায় স্বভাবতই খুশি যাত্রীরা। পেট্রাপোল বন্দরের এলপিএআই ম্যানেজার কমলেশ সাইনি বলেন, ‘‘যাত্রী সুবিধার্থে স্লট বুকিং সিস্টেমে নিখরচায় স্লট বুক করতে পারবেন, ফলে তাঁদের অনেক সুবিধা হবে।’’