‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
জলভরা মেঘ
জলভরা মেঘে
রৌদ্র-বৃষ্টির খেলা।
কালো আলোর বিদ্যুতে
চমকে যাচ্ছে খেলা।
গাছের ফাঁকে ফাঁকে
মেঘের শাসানি
ডালপালাগুলো
নড়ছে, কাঁপছে ধরণী।
পাখিগুলো ভিজে চলেছে
হনুমান গাছে ঝুলছে,
মৌচাক একা, মৌমাছি নেই
মধু কাঁদছে।
জলভরা মেঘ
জলের স্রোতে ভরাচ্ছে
মেঘে জল, জলাশয়
মেঘের প্রাচীর ভাঙছে।
ভাঙো, যত পারো ভাঙো
তৃষ্ণার্তকে জল দাও।
রুক্ষকে জল দাও,
জলাশয়ে দিও না, যাও।
মেঘের কলস ভরে দাও
পৃথিবীর শুষ্কতাকে ভেজাও৷
প্রাণ দাও, যত পারো
কেড়ো না, বাঁচাও, বাঁচতে
দাও।