টানা ৫দিন রাতে বন্ধ মা উড়ালপুল

Must read

পুজোর আগে মা উড়ালপুলের রাস্তা মেরামতির কাজ শুরু হল। রাস্তা মেরামতির পাশাপাশি উড়ালপুলের বাতিস্তম্ভের কেবলেরও রক্ষণাবেক্ষণ ও সিসিটিভির কাজ হবে। সেই জন্য মঙ্গলবার রাত থেকে মা উড়ালপুলে (Maa flyover) যান চলাচল বন্ধ রাখা হল। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত চলবে মেরামতির কাজ। সে জন্য ওই সময় মা উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হবে। এই মেরামতির কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি চেয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ।  সেই অনুমতি মেলায় এবার কাজ শুরু করল তাঁরা।

কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উড়ালপুলগুলির মধ্যে এটি অন্যতম তাই মা উড়ালপুলে (Maa flyover) যানবাহনের চাপ অনেক বেশি। ঠিক এই কারণেই দিনের বেলায় এই রাস্তা বন্ধ হলে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হত। তাই এই ফ্লাইওভারে রাতেই মেরামতির কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- পৌঁছলেন আজ, ঘরোয়া বৈঠক, উন্নয়ন-বার্তা কাল

Latest article