ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা (Alipurduar- Elephant) হাতির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ফের প্রশ্নের মুখে রেলের (Rail) ভূমিকা।
চাপরামারি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে চালসা–নাগরাকাটাগামী রেললাইন। রাত আড়াইটে নাগাদ ওই রেললাইন পার হতে গিয়ে দ্রুত গতিতে থাকা মালগাড়িটি সজোরে ধাক্কা মারে অন্তঃসত্ত্বা হাতিটিকে (Alipurduar- Elephant)। দুর্ঘটনার জেরে গর্ভস্থ সন্তান বেরিয়ে আসে পেট থেকে, ছিন্নভিন্ন হয়ে যায় দেহটি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরে। মৃত হাতিটিকে উদ্ধার করা হয় রেল লাইন থেকে। বন দফতরের আধিকারিকদের অভিযোগ, ট্রেনের গতিবেগ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল বলেই হাতির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও পড়ুন-রাতের কলকাতায় মডেলের গাড়ি ঘিরে তাণ্ডব দুষ্কৃতীদের, গ্রেফতার ৪
বনদফতর সূত্রে জানা গিয়েছে, মা হাতি ও নবজাত শাবকের দেহের ময়নাতদন্ত হবে। এরপর দাহ কাজ করা হবে। আগেও এই রেললাইনে একাধিক হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই রেলকে আগেও সতর্ক করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে রেল-বনদফতরের মধ্যে বহু বৈঠকও হয়েছিল। তারপরও এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেই চলেছে। রেল সিদ্ধান্ত নেয় হাতি মৃত্যু রুখতে থার্মাল ডিভাইস আইডিএস ব্যবহার করা হবে। কী হবে তাতে? বলা হয়েছিল, রেল লাইনে হাতি উঠলেই অ্যালার্ম বাজবে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন অ্যালার্ম বাজল না? তারপরেই কেন আবার হাতির মৃত্যু হল।