প্রতিবেদন: বেহালা চৌরাস্তায় ঘটনার পর শহরে দুর্ঘটনা রুখতে কড়া মনোভাব নিয়েছেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যসচিব ও কলকাতা পুলিশ কমিশনারের কাছ থেকে তিনি ওই ঘটনার রিপোর্ট চাওয়ার পাশাপাশি দুর্ঘটনা কমাতে পুলিশকে একাধিক নির্দেশও দেন তিনি। তাঁর নির্দেশ পেয়ে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। শহরের স্কুলগুলির সামনে বাড়ানো হয়েছে নজরদারি। শুরু ও ছুটির সময় স্কুলের সামনে থাকছে ট্রাফিক পুলিশ। স্কুলে স্কুলে পড়ুয়াদের পথনিরাপত্তার পাঠ দেওয়াও শুরু করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
আরও পড়ুন-পর্যটনশিল্পে অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দিয়েছে বাংলা, রাজ্যে ১০ লক্ষাধিক বিদেশি পর্যটক
এবার এই তালিকায় যোগ হল পুলকার চালকদের নিয়ে শিবির। বেহালার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নতুন পদক্ষেপ করতে চলেছে পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। পুলকার চালকদের মানসিক চাপ কমাতে নেওয়া হচ্ছে এই ব্যবস্থা। আগামী শনিবার পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। সেখানে থাকবেন শহরের বিখ্যাত মনোবিদরা। চাপমুক্ত হয়ে কীভাবে চালকরা পুলকার চালাবেন সে বিষয়ে তাঁদের পরামর্শ দেবেন মনোবিদরা। দুর্ঘটনা কমাতে এই টোটকা কাজে লাগবে বলেই মনে করছেন পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্তারা।