ফ্লোরিডা: মেজর লিগ ক্রিকেটে এবার প্রচুর লোক হয়েছে। দুনিয়ার নামি তারকারা খেলে গেলেন মার্কিন মুলুকে। তবে একটা জিনিস সবাই লক্ষ্য করেছেন যে, সব উইকেটই স্লো ছিল। এই ব্যাপারটা শনি ও রবিবারের ম্যাচে দুটো দলকে ভোগাতে পারে।
এমনিতে এখানে এখন মেসি ম্যানিয়া চলছে। লিও মেসি লিগস কাপে খেলছেন বলে মেজর লিগ সকারে এখনও নামতে পারেননি। লিগ আপাতত স্থগিত আছে। ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত সাত গোল করা হয়ে গিয়েছে আর্জেন্টিনা অধিনায়কের। ডেভিড বেকহ্যাম এখন মহাখুশি মহাতারকা নিয়ে আসতে পেরে।
এর মধ্যেই ক্রিকেট। এই অর্ধে প্রচুর ভারতীয়ের বাস। সবাই ভারতের হয়ে গলা ফাটাতে এই দু’দিন মাঠে আসবেন বলে মনে করা হচ্ছে। লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ (india vs west indies) এবং পঞ্চম টি-২০ ম্যাচ। এর আগেও এখানে খেলেছে ভারতীয় দল। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রথম দুই ম্যাচে হারের সুবাদে হার্দিক পান্ডিয়ারা এখনও ১-২-এ পিছিয়ে রয়েছেন। আজ জিতলে সিরিজে ভেসে থাকা যাবে। না হলে গেল।
একবছর পর এই মুলুকেই হবে টি-২০ বিশ্বকাপ। ফলে অনেকের কাছে এটা স্টেজ রিহার্সালের মতো। এমনিতে নির্বাচকরা সিনিয়রদের টি-২০ পরিকল্পনার বাইরে রেখেছেন। তাঁরা দেখে নিতে চান নতুন মুখদের। আর তাই যদি হয় তাহলে যশস্বী জয়সোয়াল আরও একটা সুযোগ পাবেন শনিবারের ম্যাচে। আর একটা সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসনও। সূর্যকুমার যাদব রান পেয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে দলের ব্যাটিংয়ে। কিন্তু শুভমন গিলকেও এবার রান করতে হবে। আর ঈশান কিশানকে দেখে নেওয়া হয়ে গিয়েছে। তিনি হয়তো শনিবারের ম্যাচে বাইরেই থাকবেন।
আগের ম্যাচে কমপ্লিট ক্রিকেট খেলেছে ভারত (india vs west indies)। বোলাররা ক্যারিবিয়ান স্কোরকে আটকে রাখার পর বাকি কাজ করে দিয়েছেন বোলাররা। অর্শদীপ ও মুকেশ ফের নতুন বলে শুরু করবেন। তারপর স্পিনাররা। কুলদীপ এই সফরে নতুন করে জ্বলে উঠেছেন। একদিনের সিরিজে বসে থাকার পর যুজবেন্দ্র চাহালও ভাল বল করছেন। শুধু অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। তাঁর ব্যাটে রান নেই। বল হাতে বেশি উইকেটও নেই!
ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচে ভারতকে টেক্কা দিলেও তৃতীয় ম্যাচে প্রবল ধাক্কা খেয়েছে ৭ উইকেটে হেরে। নিকোলাস পুরান রান না করলেও এই দল দাঁড়িয়ে যাচ্ছে। হেটমেয়ার বা পাওয়েল পুরানের জায়গা নিতে পারছেন না। বোলিংয়ে শেফার্ড বা আলজারি জোসেফ ভারতকে বেগ দিচ্ছেন। কিন্তু স্লো উইকেটে মতির মতো স্পিনারকে দরকার ছিল। যিনি একদিনের সিরিজে ভারতীয় ব্যাটিংকে বিস্তর বেগ দিয়েছিলেন।