মাঝরাতে কলকাতায় অগ্নিকাণ্ড (Kolkata- Fire)। গুরুদাস দত্ত লেনের একটি কাগজের গোডাউনে অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাত একটা নাগাদ দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভোর রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের আতঙ্ক এখনও কাটছে না। শুক্রবার সন্ধের পর থেকেই কল্কাতা-সহ বিভিন্ন জেলায় মুষলধারায় বৃষ্টি নামে। মাঝরাতে বৃষ্টির তীব্রতা বাড়লেও ৭/১ গুরুদাস দত্ত লেনের কাগজের গোডাউনের আগুন (Kolkata- Fire) ছড়াতে দেরি হয়নি। প্রতি রাতে গোডাউনের ভিতরে কর্মচারীরা থাকেন। তাই অগ্নিকাণ্ডের বিষয়টি নজরে আসতে স্থানীয় লোকজনরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। রাস্তা থেকে গোডাউনের দূরত্ব অনেকটাই বেশি ছিল। সরু গলি থাকায় দমকলকে প্রথম পর্যায়ে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয়। গোডাউনের ভিতরে সার সার কাগজের কার্টুন থাকার ফলে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই মারাত্মক কাণ্ড ঘটেছে।