‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (Poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-শ্রী অরবিন্দ
দ্যাখো
চাঁদ দ্যাখো।
চাঁদের দর্পণে
দেখছে নিজেকে
কৈশোর স্মৃতির
আড়ালে আলোকে।
জাহির করে আপনারে
ভাবভঙ্গির ঘুম বাড়ানো ঘুমে
অনুরাধের উপমার ব্যাটিং-এ।
চন্দ্রিমা চন্দ্র লগনে
চাঁদের চাঁদিনি ছবি।
কাল্পনিক ভাবনার অবকাশ
চন্দ্রাস্তের সূর্যভোরে।
মুখখানা ক্লান্ত অঝরা
ভোরের মৃদু আলোয়
চলে গেল রোশনি,
চাঁদ আর দেখে না দর্পণে।
মলিন ম্লানতার মৃদু গগনে
নিজেকে করেছে আড়াল
ভোরের পূর্বাভাষের আদলে
মেঘের বাড়ির আবডালে।
আবার দেখবে দর্পণে
সন্ধ্যা লগনে চন্দ্র ভুবনে।