হিমাচলে (Himachal Pradesh) আবার নতুন করে শুরু হল বৃষ্টি। মেঘ ভেঙে বৃষ্টি (Cloudburst) এল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সোলানে। জলের তোড়ে ভেসে ও ধসের ফলে চাপা পড়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয়জনকে। বেশ কিছু জায়গায় বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়েছে। জলে ভেসে গিয়েছে গাড়ি। ভারী বৃষ্টির জেরে পাহাড়ের বেশ কয়েকটা জায়গায় ধস নেমেছে। রাজ্য জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজও।
আরও পড়ুন-কিংয়ের ব্যাটে সিরিজ খোয়াল ভারত
প্রশাসন সূত্রে খবর, রবিবার সোলান জেলার মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। এই ঘটনায়, কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। ২টি বাড়ি ও একটি গোশালা জলের তোড়ে ধ্বংস হয়ে গিয়েছে। হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু এই বিষয়ে শোক প্রকাশ করেছেন । তিনি টুইট করে শোক প্রকাশ করেন। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন-এগিয়ে বাংলা
ধসের ফলে ৪৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। মান্ডি জেলাতেই ২৩৬টি রাস্তা বন্ধ রয়েছে। এই ঘটনায়, সিমলায় ৫৯টি ও বিলাসপুরে ৪০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।