নেহরুর নামে এত ভয় মোদির! স্বাধীনতা দিবসে মোছা হল নাম

Must read

নয়াদিল্লি: ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র অব্যাহত। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে অস্বস্তি মোদির। স্বাধীনতা দিবসে নাম বদল করে নেহেরু সংগ্রহশালা এবং গ্রন্থাগারের নাম প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার সোসাইটির নামে করল মোদি সরকার। এই সংগ্রহশালার চেয়ারপার্সন প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নামে গঠিত মিউজিয়ামের নাম মুছে ফেলার ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস। নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরি (Nehru Museum) আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জাদুঘর এবং গ্রন্থাগার সোসাইটি হিসাবে নামকরণের সাথে সাথেই কংগ্রেস অভিযোগ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘অস্বীকার করা’, ‘বিকৃত করা’, ‘মানহানিকর’ এবং ‘ধ্বংস’ করার নিজস্ব অ্যাজেন্ডা রয়েছে।

আরও পড়ুন- হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যা, মৃত্যু

গত জুনে নেহরু (Nehru Museum) সংগ্রহশালার নাম বদল করে প্রধানমন্ত্রী সংগ্রহশালা করার সিদ্ধান্ত হয়। তবে এই সিদ্ধান্ত জুনে হলেও আনুষ্ঠানিকভাবে নাম বদলের প্রক্রিয়াটি সম্পন্ন করতে বেশ কিছু নথিপত্রের কাজ বাকি ছিল। দিন কয়েক আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরেই স্বাধীনতা দিবসে নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে কংগ্রেসের তরফে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ইতিহাস মুছে ফেলার অভিযোগ তোলা হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, আজ থেকে একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান নতুন নাম পেল। বিশ্ববিখ্যাত নেহরু সংগ্রহশালা ও গ্রন্থাগারের নাম বদলে করা হল প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও গ্রন্থাগার। আমাদের প্রথম এবং সবচেয়ে বেশিদিন কাজ করা প্রধানমন্ত্রী সম্পর্ক এলেই প্রধানমন্ত্রী নিরাপত্তাহীনতায় ভোগেন। তাঁর উদ্দেশ্য হল অস্বীকার করা, বিকৃত করা। তিনি নেহরুকে অসম্মান এবং বিকৃত করছেন। যদিও এসব করে তিনি স্বাধীনতা সংগ্রামে নেহরুর অবদান অস্বীকার করতে পারবেন না।

Latest article