প্রতিবেদন: শুধু নাম (name) নয়, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর কাজের জন্য পরিচিত। মোদি সরকারের ইতিহাস মুছে ফেলা ও নাম বদলের নীতির জবাব দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। স্বাধীনতা দিবসের দিনই নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম বদলে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এবং গ্রন্থাগার সোসাইটি করেছে মোদি সরকার।
আরও পড়ুন-সিএমও-র অবনমন ও অবসর আদালতে মুখ পুড়ল বিশ্বভারতীর
শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্রের সমালোচনায় সরব বিরোধীরা। এই নিয়ে বৃহস্পতিবার জবাব দিলেন নেহরুর প্রপৌত্র রাহুল গান্ধী। লাদাখ যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে নাম না করে মোদির সমালোচনায় বলেন, জওহরলাল নেহরু এমন একজন ব্যক্তি যিনি নামে নয়, তাঁর কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। তাঁকে মুছে ফেলা যাবে না।