সংবাদদাতা, কাটোয়া : যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে লোহা দিয়ে সেতু তৈরি করেছিলেন শের শাহ। পূর্বস্থলী ১ নং ব্লকের বড়কোবলায় তৈরি সেতুটির নাম দেওয়া হয় লোহার সেতু। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে সেটি। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথের আবেদনে সাড়া দিয়ে সেতুটির আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। বরাদ্দ হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৫৫ হাজার টাকা। এই ব্লকের নিমতলা বাজার থেকে বিদ্যানগর মোড় পর্যন্ত দেড় কিমি রাস্তার উপর রয়েছে সেতুটি।
আরও পড়ুন-নাম নয়, নেহরু বেঁচে থাকবেন তাঁর কাজের জন্য, নামবদল-নীতি নিয়ে পাল্টা রাহুল
স্বপন জানান, শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে। পূর্বস্থলী ১ নং ব্লকের বড়কোবলা ও গঙ্গানন্দপুরের মধ্যে দুটি সুবিশাল জলাশয় বাঁশদহ ও চাঁদের বিলের উপরে থাকা ৪০ ফুট উঁচু লোহার সেতুটি সংস্কারের অভাবে ভারী যানবাহন চলাচলেরও অনুপযুক্ত হয়ে উঠেছিল। বিমগুলি দুর্বল হয়ে পড়েছে, অর্ধেক রেলিং ভেঙে পড়েছে। জানা গিয়েছে, এটাই ছিল পুরনো এসটিকেকে রোড। মূল রাস্তা। পরবর্তী সময়ে এই রাস্তাটির বাইপাস রাস্তা হয়ে যায়। তবুও এই রাস্তাটি আজও গুরুত্বপূর্ণ। এলাকায় তিনটি স্কুল রয়েছে। সেতুর উপর দিয়েই পড়ুয়াদের যাতায়াত করতে হয়। এলাকায় রয়েছে বাজার। এ-ছাড়াও রাস্তাটি বন্যার সময় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এইসব কারণে সেতুটির সংস্কার খুবই জরুরি ছিল।