প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিমতো রাজ্যের ৬টি জেলায় গড়ে উঠবে পরিবেশবান্ধব ও নিরাপদ বাজি তৈরির ক্লাস্টার। নবান্নের খবর, ক্লাস্টার তৈরির জন্য প্রতিটি জেলাতেই জমি চিহ্নিত করা হয়েছে। প্রথম ধাপে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বীরভূম, হুগলি এবং কলকাতার ইএম বাইপাস লাগোয়া অঞ্চলে তৈরি হবে এই ক্লাস্টার।
আরও পড়ুন-ভেলোরে কম খরচে থেকে চিকিৎসার সুযোগ, কোন্নগর পুরসভার অভিনব উদ্যোগ
সেখানে এক ছাদের তলায় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাজি বানাবেন কারিগররা। ক্লাস্টারে অন্তত ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আগামী ২৩ অগাস্টে নবান্ন থেকে দক্ষিণ ২৪ পরগনার একটি ক্লাস্টারের আনুষ্ঠানিক সূচনা করার কথা মুখ্যমন্ত্রীর। চম্পাহাটি বা মহেশতলা দু’টির মধ্যে যে কোনও একটির সূচনা করবেন তিনি।