দুবাই, ২১ অক্টোবর : রবিবার টি-২০ বিশ্বকাপে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিন্দ্বীর ক্রিকেট যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবার রবিবাসরীয় মহারণ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। সাফ জানিয়ে দিলেন, পাকিস্তান ম্যাচ নিয়ে তিনি একেবারেই চাপে নেই।
আরও পড়ুন-সার্টিফিকেট কোর্স
বৃহস্পতিবার ট্যুইটারে সাদা রঙের টি শার্ট গায়ে নিজের ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক। টি শার্টে ইংরেজিতে বড় করে লেখা রয়েছে ‘রং’। ছবির ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘রবিবার বড় ম্যাচ। আপনারা কি নার্ভাস?’ ছবিতে রং লেখা টি শার্ট গায়ে চাপিয়ে বিরাট বোঝাতে চেয়েছেন তিনি পাক ম্যাচ নিয়ে একেবারেই চাপে নেই। অর্থাৎ ২২ গজে বল গড়ানোর আগেই প্রতিদ্বন্দ্বী শিবিরকে পাল্টা মনস্তাত্ত্বিক চাপে ফেলার খেলা শুরু করে দিলেন ভারত অধিনায়ক।
সম্প্রতি এই ম্যাচ নিয়ে বিরাটের মন্তব্য ছিল, ‘‘আমি সব সময়ই এই ম্যাচটাকে আর পাঁচটা ম্যাচের মতোই গুরুত্ব দিয়েছি। আলাদা করে পাক ম্যাচ নিয়ে কোনও চাপ অনুভব করি না।’’ প্রসঙ্গত, বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচেই অনায়াস জয় পেয়েছে ভারত। যা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বিরাটকে।
আরও পড়ুন-ইঞ্জিনিয়ার নিয়োগ
তবে পাকিস্তান ম্যাচের আগে অধিনায়কের ফর্ম সামান্য হলেও চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে রান পাননি বিরাট। মাত্র ১১ রান করে আউট হয়ে যান। এর আগে আইপিএলের ব্যাট হাতে খুব একটা ছন্দে ছিলেন না। তবে পাক ম্যাচেই অধিনায়ক নিজের সেরা ফর্মে ফিরবেন, এই আশায় বুক বাঁধছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।