প্রতিবেদন : বিহারে সাংবাদিক খুন। রাজ্যের আরারিয়া জেলার এক সাংবাদিককে শুক্রবার সকালে তাঁর বাড়িতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ বাজার এলাকায়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাংবাদিক খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাটনায় সাংবাদিকদের তিনি বলেন, একজন সাংবাদিককে কীভাবে হত্যা করা যায়? অপরাধীদের দ্রুত ধরতে পদক্ষেপ করছে প্রশাসন। প্রাথমিকভাবে অন্য একটি খুনের ঘটনায় সাক্ষ্যদানকে ঘিরে সাংবাদিকদের উপর চাপ তৈরি করা হয় বলে অভিযোগ উঠছে। সাক্ষী লোপাট করতেই সাংবাদিক খুন কি না তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন-বেছে বেছে বিলকিসের গণধর্ষকদেরই মুক্তি কেন? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নের মুখে গুজরাত সরকার
পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি বিমলকুমার যাদব দৈনিক জাগরণ পত্রিকার স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এদিন ভোর সাড়ে ৫টার সময় বন্দুকধারীরা তাঁর বাড়ির দরজায় ধাক্কা দেয় এবং নাম ধরে ডাকতে থাকে। দরজা খুললে সঙ্গে সঙ্গে গুলি করা হয়। খবর পেয়ে স্থানীয় থানার ওসি ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। আরারিয়ার পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি ফরেনসিক দল এবং কুকুর নিয়ে তদন্তকারীরা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন-হাতি মেরে দাঁত পাচারে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী
জানা গিয়েছে, দু’বছর আগে একইভাবে খুন হয়েছিলেন বিমলকুমার যাদবের ভাই। তিনি ছিলেন পঞ্চায়েত প্রধান। ভাইয়ের খুনের মামলায় বিমলকুমার যাদব এই মামলার প্রধান সাক্ষী ছিলেন। সন্দেহ করা হচ্ছে তাঁর হত্যার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে। ভাইয়ের খুনে অভিযুক্তদের তরফে হুমকি সত্ত্বেও আদালতের বিচার চলাকালীন ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক। ফলে ভাইয়ের খুনে জড়িতদের সঙ্গে সাংবাদিক খুনের যোগসূত্র উঠে এসেছে ইতিমধ্যেই।