সংবাদদাতা, হুগলি : একের পর এক রঙিন পালক জেলার মুকুটে জুড়ে নারীশক্তির হল জয়। ২৯-৩০ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সপ্তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নে ভারতের হয়ে দুটি বিভাগে (ফাইট ও কাতা) জোড়া পদক জেতেন বলাগড়ের কুন্তীঘাট নয়াসরাইয়ের দেবলীনা সাঁই (Devlina Sain)। ফাইট বিভাগে মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে রুপো এবং কাতা বিভাগে মালদ্বীপের কাছে হেরে তাঁর ঝুলিতে ওঠে তামার পদক। ১৩ বছরের দেবলীনার স্বপ্ন দেশের হয়ে অলিম্পিক খেলা। কিন্তু গরিব পরিবারের অভাব সেই স্বপ্নের পথে অন্তরায়। দেবলীনার (Devlina Sain) পৈতৃক বাড়ি ওড়িশায়। আর্থিক অনটনের অভাবে মামার বাড়িতে মানুষ। বাবা বিজয়কুমার নেপালে গভীর নলকূপের পাইপ লাইনের কাজ করেন। অভাবকে হারিয়ে জোড়া পদক পাওয়ায় পরিবারের সকলে খুশি। অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সাই স্পোর্টস কমপ্লেক্সে ১৩-১৬ অগাস্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে জোড়া পদক জেতেন বলাগড়ের রুকেশপুরের অঞ্জু বর্মন। ৪০০×মিটার রিলেতে সোনার পাশাপাশি পেলেন ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ। আঠারো বছরের মেয়ের স্বপ্ন দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করা। বাবা কমল বর্মন ও মা অন্নপূর্ণা বর্মন শ্রমিকের কাজ করেন। মা-বাবা-বোনকে নিয়ে সংসারে অনটন। এলাকার মেয়েরা জাতীয় স্তরে গিয়ে পদক জিতে আসায় গর্বিত বলাগড়বাসী।
আরও পড়ুন- ডাক্তারি পড়বে চা-বলয়ের পাঁচ শ্রমিকসন্তান