প্রতিবেদন : ভাড়াটেদের স্বার্থরক্ষায় এবার এগিয়ে এল কলকাতা পুরসভা। এর জন্য তৈরি হয়েছে নতুন আইন। এই আইনের ফলে এবার থেকে আর চাইলেই মালিকরা বাড়িছাড়া করতে পারবেন না ভাড়াটেদের। বাড়িছাড়া ভাড়াটের অকুপেন্সি সার্টিফিকেট দেবে পুরসভা। এই শংসাপত্র থাকলে ভাড়াটেরা নতুন বাড়িতেও থাকার জায়গা পাবেন। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) এ কথা জানিয়েছেন। এই আইনে অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাসেসমেন্ট বুকে ভাড়াটেদের নাম রেকর্ড হয়ে যাবে। নতুন বিল্ডিং প্ল্যানেও ওই ভাড়াটেদের কোথায় জায়গা দেওয়া হবে তার উল্লেখ থাকবে। ভাড়াটেদের জায়গা না দেওয়া হলে বিল্ডিং প্ল্যান অনুমোদনই পাবে না। কিন্তু প্রশ্ন হল, বাড়িমালিকরা এই নতুন আইন কতটা মানবেন? এ প্রশ্নে মেয়র (Firhad Hakim) বলেন, ভাড়াটেদের জায়গা দিলেও বাড়িমালিকের কোনও ক্ষতি হবে না। কারণ রুল ১৪২ অনুযায়ী নতুন বাড়ির যা ফ্লোর এরিয়া রেশিও বা এফএআর পাওয়া উচিত, তার চেয়ে বেশি এফএআর পাবেন বাড়িমালিকরা। অর্থাৎ নতুন বিল্ডিং করার সময় যতটা জমি ছাড়তে হয় তার চেয়ে কম জমি ছাড়তে হবে বাড়িমালিককে। মালিকরা যে অতিরিক্ত এফএআর পাবেন তার মধ্যে থেকেই ভাড়াটেদের জায়গা দেবেন মালিক। আইনের এই অংশটি নিয়ে অবশ্য আপত্তি জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। তবে দমকল দফতরের এই আপত্তি নিয়ে মেয়র বলেন, পুরনো বাড়িগুলির ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে ওদের অনুরোধ করা হবে।