প্রতিবেদন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এবার পরমাণু হামলার হুমকি দিলেন পুতিনের বন্ধু বলে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো (Alexander lukashenko)। সীমান্তে উত্তেজনা বাড়তে থাকায় সম্প্রতি রাশিয়ার মিত্র দেশ বেলারুশের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া। তাদের দাবি, রাশিয়ার বেসরকারি সেনা সংস্থা ওয়াগনার গ্রুপকে আশ্রয় দিচ্ছে বেলারুশ। এই গ্রুপের সেনারা শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছেন, বেআইনি কাজ কাজ করছেন। এই অভিযোগের পাল্টা লুকাশেঙ্কো (Alexander lukashenko) বলেছেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া যদি আমাদের দেশে আগ্রাসন চালায়, তা হলে আমরাও সমুচিত জবাব দেব।
এদিকে জুন মাসে মিত্র দেশ বেলারুশে পরমাণু অস্ত্র পাঠিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই তা ঘোষণা করেন। বেলারুশে রুশ পরমাণু অস্ত্রঘাঁটি তৈরি করার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। এই প্রসঙ্গে আমেরিকার ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি পরমাণু অস্ত্র প্রেরণ নিয়ে পুতিনের ভূমিকা সম্পর্কে সতর্ক করেছে।
আরও পড়ুন- ইন্ডিয়াকে ভয়, এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেনকে তলব ইডির