ডাবলিন, ১৯ অগাস্ট : ম্যালহাইড পার্কে রবিবার ফের মাঠে নামছেন জসপ্রীত বুমরারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-২০ ম্যাচ ওয়াকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২ রানে জিতেছে ভারত। রবিবার জিতলে এক ম্যাচ হারে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলবেন বুমরা অ্যান্ড কোং।
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো দু-দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এই সিরিজের ফলাফলের প্রভাব কতটা ওই দুটো টুর্নামেন্টে পড়বে, তা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে।
আরও পড়ুন-ফাইনালে আজ স্পেন বনাম ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়ে তিনে সুইডেন
তবে ইতিবাচক দিক হল বুমরার প্রত্যাবর্তন। প্রায় এক বছর পর দেশের হয়ে খেলতে নেমেই বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরা। প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে আইরিশদের চাপে ফেলে দিয়েছিলেন তিনি। পাশাপাশি চমৎকার নেতৃত্বও দিয়েছেন দলকে। আরও একটা প্রাপ্তি প্রসিধ কৃষ্ণ। বুমরার নতুন বলের সঙ্গীও দীর্ঘদিন ধরে চোট সমস্যায় ভুগছিলেন। তবে দলে ফিরেই চেনা ছন্দে দেখিয়েছে প্রসিধকে। ফলে জাতীয় নির্বাচকদের হাতে জোরে বোলারের বিকল্প আরও বাড়ল। বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে।
আরও পড়ুন-অর্থনীতিকের চেতনায় ইতিহাস দর্শন
প্রত্যাবর্তনের ম্যাচে সেরা হয়ে বুমরা আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর বক্তব্য, এনসিএ-র নেটে প্রচুর বোলিং করেছি। তার সুফল পাচ্ছি। ওখানকার সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। রিহ্যাবের সময় ওঁরা আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাকে ফের তৈরি করেছেন ১০০ শতাংশ ফিটনেস ফিরে পেতে। আত্মবিশ্বাস জুগিয়েছেন। কখনও মনে হয়নি অনেকদিন ধরে দলের বাইরে রয়েছি। বুমরা আরও জানাচ্ছেন, প্রথম ম্যাচে টস জেতাটা বড় ফ্যাক্টর ছিল। মেঘলা আবহাওয়াতে নতুন বল বাড়তি স্যুইং করেছে। তাই তাঁদের কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। ভারত অধিনায়ক বলছেন, প্রথম ম্যাচ জিতেছি। তবে উন্নতি করার জায়গা থেকেই যায়। আপাতত লক্ষ্য, রবিবার জিতে সিরিজ নিশ্চিত করে ফেলা।
আরও পড়ুন-সময়ের অনুসারী ছিলেন উৎপল দত্ত
এদিকে, রবিবারের ম্যাচে যাতে বৃষ্টি না হয়, সেই প্রার্থনা করছে গোটা ভারতীয় শিবির। প্রথম ম্যাচে বোলাররা নজরকাড়া পারফরম্যান্স করলেও, ভারতীয় ব্যাটাররা নিজেদের প্রমাণ করা সুযোগ সেভাবে পাননি। যশস্বী জয়সোয়াল (২৪) ও তিলক ভার্মা (০) রান পাননি। ঋতুরাজ গায়কোয়াড় ১৯ করে নট আউট ছিলেন। সঞ্জু স্যামসন নট আউট ছিলেন ১ রানে। ফলে দ্বিতীয় ম্যাচে দল নিয়ে পরীক্ষার পথে হাঁটতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আবহাওয়া ভাল থাকলে, টস জিতে প্রথমে ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে। যাতে ব্যাটিং-শক্তি পরখ করে নেওয়া যায়।