প্রতিবেদন: মাঝ-আকাশে ফের অসভ্যতা যাত্রীর। এবার এই কাণ্ডটি ঘটেছে স্পাইসজেটের উড়ানে। অন্যান্য দিনের মতো বিমানের ভিতরে যাত্রী পরিষেবার কাজে ব্যস্ত ছিলেন বিমানসেবিকা। যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে সতর্ক দৃষ্টি রেখে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু দুঃস্বপ্নেও তিনি কল্পনা করতে পারেননি বিকৃতমনা এক যাত্রীর ‘টার্গেট’ হতে পারেন তিনি। আকাশপথে এক বয়স্ক ব্যক্তিকে প্রয়োজনীয় পরিষেবা দিতে এগিয়ে আসেন ওই বিমানসেবিকা। সেই সময়ই তাঁর স্কার্টের নিচ দিকে ক্যামেরা তাক করে ভিডিও করতে শুরু করেন অভিযুক্ত যাত্রী।
আরও পড়ুন-খরচের নিরিখে দেশে কোন শহর কত নম্বরে, সমীক্ষা রিপোর্টে উঠে এল তথ্য
এই অসভ্যতার প্রমাণ রাখার স্বার্থে বিমানে সফররত এক মহিলা ব্লগার গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। দিল্লি থেকে মুম্বইগামী স্পাইসজেটের এক বিমানে ওই কাণ্ড ঘটেছে। প্রথমে বিষয়টি টের পাননি বিমানসেবিকা। ওই ব্লগারই গোটা বিষয়টি সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিমানসেবিকা জানান তাঁর সন্দেহ হলেও তিনি নিশ্চিত হতে পারছিলেন না। এরপরই ব্যক্তির মোবাইল সার্চ করা হয়। সেখানেই বিমানসেবিকার পায়ের এবং অন্তর্বাসের ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যায়। তিনি ধরা পড়তেই অপরাধ স্বীকার করে ছবি ডিলিট করে দেন। ভিডিও প্রকাশ্যে এনে ওই অভিযুক্তর পরিচয় ফাঁস করেছেন মহিলা ব্লগার। উড়ান কর্তৃপক্ষের কাছে যাত্রীর শাস্তি দাবি করেছেন।