প্রতিবেদন: মেরুকরণের নয়া ছক! বাবরি মসজিদ ধ্বংসের অন্যতম পৃষ্ঠপোষক ও উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের জীবনী পড়ানো হবে রাজ্যের স্কুলগুলিতে। সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। এই বিষয়ে দ্রুত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষামন্ত্রী সন্দীপ সিং। স্বাভাবিকভাবেই এই ঘটনায় জলঘোলা শুরু হয়েছে। কারণ, অযোধ্যায় যখন শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংস করা হয় সেই সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং।
আরও পড়ুন-মাঝ-আকাশে ফের অসভ্যতা যাত্রীর, বিমানসেবিকার অন্তর্বাসের ছবি তুলে ভিডিও!
বিরোধীদের অভিযোগ, কল্যাণের নির্দেশেই পুলিশ-প্রশাসন সেদিন পরিকল্পিতভাবে হাত গুটিয়ে বসে থাকায় সর্বসমক্ষে হিন্দু করসেবকেরা শাবল-কোদালের আঘাতে বাবরি মজজিদ ভেঙে চুরমার করে। স্কুলপাঠ্য বইতে এমন এক বিভাজনকারী নেতার জীবনী পাঠ্যসূচিতে যুক্ত করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সন্দীপ সিং লখনউয়ে জানিয়েছেন, কল্যাণ সিংয়ের জীবনী স্কুলপাঠ্যের অংশ করার বিষয়ে মন্ত্রিসভা সবুজসংকেত দিয়েছে। পাশাপাশি কল্যাণের নামে— তৈরি হচ্ছে— রাস্তার নামকরণও হবে। বিরোধীদের অভিযোগ, এ-সবই হল ভোটের আগে অযোধ্যা নিয়ে হিন্দু ভাবাবেগ উসকে ও মেরুকরণ করে নির্বাচনী ফায়দা লাভের কৌশল।