প্রতিবেদন: লিঙ্গ সম্পর্কিত চিরাচরিত ধারণার বশবর্তী হয়ে অনেক সময়ই কিছু আপত্তিকর শব্দ নিজেদের পর্যবেক্ষণ কিংবা রায়ে ব্যবহার করেন বিচারপতিরা। এবার তাঁদের এই বিষয়ে সতর্ক করতে করতে ‘হ্যান্ডবুক’ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বর্তমান সময়ে এ-ধরনের শব্দ ব্যবহার অসঙ্গত মনে করে শীর্ষ আদালত।
আরও পড়ুন-জিতলেই সিরিজ, ফের নজরে বুমরা, আজ দ্বিতীয় ম্যাচ
পুরুষতান্ত্রিক ভাবনা থেকে এ-ধরনের শব্দ ব্যবহৃত হয় বলে মত অনেকেরই। শব্দ প্রয়োগে সতর্ক হতে বলে এবার হ্যান্ডবুকে ৪০টি শব্দকে চিহ্নিত করল সুপ্রিম কোর্ট। আইনবিভাগের নির্দেশ বা রায়ের ক্ষেত্রে এই শব্দগুলি আর ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত। যেসব শব্দে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার তালিকা এবং সেগুলির পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা যাবে, তারও উল্লেখ ওই হ্যান্ডবুকে করা হয়েছে। যেমন, ‘প্রস্টিটিউট’ শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়ে তার পরিবর্তে ‘যৌনকর্মী’ শব্দটি ব্যবহারের কথা বলা হয়েছে।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলে ফিরছে নতুন কোভিড
হ্যান্ডবুকটি প্রকাশ করে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, এই ধরনের শব্দ ব্যবহার সঠিক নয়। সাধারণত এগুলি মেয়েদের প্রতি ব্যবহার করতে দেখা যায়। বর্তমান সময়ে এ-ধরনের শব্দ ব্যবহার যথাযথ ও সঙ্গত নয়। অতীতে আদালতের বিভিন্ন রায়ে এ-ধরনের শব্দ ব্যবহার প্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, এই রায়গুলি আইনগত দৃষ্টিকোণ থেকে ভুল ছিল এমন নয়। কিন্তু লিঙ্গ সম্পর্কিত চিরাচরিত ধারণা বিচারব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে, তা বোঝাতে এবং সতর্ক করতে শব্দগুলির উল্লেখ করা হয়েছে হ্যান্ডবুকে।