সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান থেকে নদিয়ার করিমপুর হয়ে কলকাতা রুটের দুটি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করা হল সোমবার। এদিন বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ড থেকে এই দুটি বাসের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথকুমার মালিক প্রমুখ।
আরও পড়ুন-বিজেপির ঘরোয়া কোন্দল পথে, বেধড়ক মারে চারজন আহত
সুভাষ মণ্ডল জানিয়েছেন, পরিবেশবান্ধব সিএনজি বাস আলিশা থেকে ছেড়ে বর্ধমান হয়ে সাতগাছিয়া-ধাত্রীগ্রাম-হেমাদপুর হয়ে করিমপুর যাবে। সেখান থেকে যাবে কলকাতা। ফের একই পথে বর্ধমানে ফিরবে। মুখ্যমন্ত্রীর ইচ্ছে গ্রামের মানুষ, জঙ্গলমহলের মানুষ যাতে সরকারি পরিবহণ ব্যবস্থার সুযোগ পান। এবং সুলভ মূল্যে আমরা এই পরিষেবা দিয়ে থাকি। ইতিমধ্যে প্রায় ৩০টা পরিবেশবান্ধব গাড়ি রাস্তায় নেমেছে। আরও ৯০টা গাড়ি রাস্তায় নামানো হবে। বিধায়ক নিশীথকুমার জানিয়েছেন, আমরা বর্ধমান থেকে হাবড়া দুটো বাস চালানোর অনুরোধ জানিয়েছি। চেয়ারম্যান কথা দিয়েছেন, এটা চালু করবেন।