কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবারে প্রাথমিক স্কুলে পোস্টিংয়ের মামলায় অন্তর্বর্তী স্থাগিতাদেশ শীর্ষ আদালতের। বিচারপতি গঙ্গোপাধ্যায় এই পোস্টিং মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, প্রয়োজনে প্রাথমিকে ৩৪৪ জন শিক্ষককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে।
আরও পড়ুন-কলেজ গেটে বাউল গানে র্যাগিংয়ের বিরুদ্ধে শপথ
কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। রাজ্যের যুক্তি, যেহেতু নিয়োগ মামলায় ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই, তাই পোস্টিং মামলায় আবার আলাদা করে সিবিআই তদন্তের আদৌ কোনও প্রয়োজন নেই। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলায় শুনানি ছিল। শুনানি শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।